Chat with us, powered by LiveChat
Home / ক্যারিয়ার

ক্যারিয়ার

ক্যাম্পাস ভিত্তিক সাংবাদিক নিয়োগ

===================================

 

চট্টগ্রামের প্রথম শিক্ষাভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল সিটিজি ক্যাম্পাস ডটকম এ ক্যাম্পাস ও এরিয়া ভিত্তিক একাধিক ক্যাটাগরিতে প্রতিনিধি নিয়োগের আবেদন আহবান করা হচ্ছে।
 
যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, নিজের প্রতিভা শক্তিকে সবাইকে জানাতে চান এবং অবশ্যই স্মার্ট মোবাইল ফোন ব্যবহারে পারদর্শীঃ তাদের কাছেই আমরা এই আহবান করছি।
 
সিটিজি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় সংবাদ সংগ্রহ করার জন্য দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমমান অন্যান্য ক্যাম্পাস ভিত্তিতে মাঠ পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
 
 
আপনার আবেদন (সিভি মেইল) করার ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে সিটিজি ক্যাম্পাস ডটকম এর এইচ আর ডি বিভাগ আপনার সিভি পর্যালোচনা ও নিয়োগ যাচাই- বাছাই করে আপনার ই-মেইলে লেটার পাঠানোর মাধ্যমে ‘সিটিজি ক্যাম্পাস ডটকম’ এর সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে।
 
যোগ্যতাসমূহঃ
==========
১. যে প্রতিষ্ঠানের সংবাদদাতা/প্রতিনিধি হতে চায় সে প্রতিষ্ঠানের অধ্যয়নরত থাকতে হবে। (বয়স ১৫ থেকে ২৭)
২। জেলা ও উপজেলা সংবাদদাতার ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকায় বসবাস করতে হবে। অভিজ্ঞতার বিবেচনায় বয়স শিতিলযোগ্য।
৩ . সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে
৪. মিশুক মনের অধিকারী হতে হবে
৫. চালাক ও সাহসী হতে হবে
৬. নেশা ও মাদক মুক্ত হতে হবে
৭. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে
 
 
 
শর্তসমূহঃ
০১. কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে
০২. অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে
০৩. কপি নিউজ করা যাবে না
০৪. পুরাতন নিউজ করা যাবে না
০৫. ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে
০৬. মাসে অন্তত দুটি জনদূভোর্গের ভিডিও নিউজ করে পাঠাতে হবে
০৭. স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে
০৮. রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধি নিউজ করা যাবে না
০৯. প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নাম্বার তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
১০. কর্তৃপক্ষ কর্তৃক চুড়ান্ত প্রতিনিধিদের যোগদান করার ১(এক) মাস তাদের রিপোর্ট নিয়ে পর্যবেক্ষণ করবে
১১. সিভি/ ই-মেইলের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ছবি পাঠাতে হবে
১২. ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের “সিটিজি ক্যাম্পাস ডটকম -এর আইডি কার্ড প্রধান করা হবে।
 
সিভি পাঠানোর ঠিকানাঃ
ই-মেইলঃ editor.ctgcampus@gmail.com
ফোনঃ ০১৩১৬- ৯৭৯ ৪১৪, ০১৩১৬-৭৬৪ ১০২, ০১৩১৬-৭৬৪ ১০৩ 
ওয়েবঃ www.ctgcampus.com