Home » উচ্চ শিক্ষা » নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান

বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ভারপ্রাপ্ত উপাচার্য হলেন অধ্যাপক আব্দুর রব খান। তিনি উচ্চশিক্ষালয়টির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন। শুক্রবার (৩০ আগস্ট) বেসরকারি সিটি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মিজান ইয়াহিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ট্রাস্ট্রির পরামর্শে তিনি এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। বিষয়টি নিয়ে কাল বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—গত ২৮ আগস্ট জরুরি বোর্ড মিটিং সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রফেসর আব্দুর রব খানকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্বভার অর্পণ করেছেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড।

প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উপাচার্য প্রফেসর আতিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বর্তমান ট্রাস্টি বোর্ড। তার আগে আদালতের নির্দেশে বিশ্ববিদ্যালয়টিতে ফেরত আসেন সাবেক ট্রাস্টিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শাবির প্রশাসনিক দায়িত্ব পালন করবেন ড. সৈয়দ বদিউজ্জামান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ...