সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদ উর্ত্তীণ রক্তের ব্যাগ ব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,

কিডনি ডায়লেসিস রোগীর অসহায় মুহুর্তে, হসপিটাল কর্তৃপক্ষের অবহেলা। মেয়াদ উর্ত্তীণ ব্লাডের ব্যাগ ব্যবহারের অভিযোগ।

আজ ৩১ জানুয়ারি, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “দরবার ব্লাড ব্যাংকের ডোনার মো: মুসা এক কিডনি ডায়লেসিস রোগীর রক্ত দিতে যায়। রক্ত দেয়ার নেওয়ার যে ব্যাগ ব্যবহার করা হয় তার উৎপাদনের তারিখ: ০৯-২০২০ইংরেজি, যার মেয়াদ শেষ হয়: ০৮-২০২২ইংরেজি।

যা হসপিটাল কর্তৃপক্ষের দায়িত্বরত কর্মকর্তাকে জিঙেস করা হলে, এই মেয়াদ উর্ত্তীণ ব্যাগ কেন ব্যবহার করছেন? উত্তরে বলেন:: তাতে কোন সমস্যা হবে না। যে কোম্পানি একটি নির্দিষ্ট মেয়াদে, রক্ত নেওয়া এবং প্রদান মধ্যবর্ত্তী সময়ে একটি ক্যামিকেল সংযুক্ত এই ব্যাগ। যা রোগীর রক্ত ভালো এবং সুরক্ষিত রাখে। ডোনার সহযোগীবৃন্দ দায়িত্বরত কর্মকর্তাকে অবিহিত করলে, ওনারা তড়িগড়ি করে রক্ত নিয়ে রেখে দেন। পরবর্তিতে স্বীকার করেন, মেয়াদ নেয় সেটা।

একজন সচেতন নাগরিক হিসেবে, একজন কিডনি ডায়লেসিস রোগী জীবনের অনেক কঠিন একটি মহুর্ত অতিক্রম করছে। সেখানে, একটি সরকারি হাসপাতালে এমন অবহেলা কোনভাবে কাম্য নয়। যা রোগীর নানান রকম প্বার্শপ্রতিক্রিয়া থেকে বড় ধরণের দূর্ঘটনা সৃষ্টি হতে পারে। এবং এই অবহেলায় নিন্দা জানাই। উক্ত সেক্টরে কঠিন নজরদারি এবং দায়িত্বরতদের শাস্তির আওতায় নিয়ে আশার দাবি জানাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*