রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানিয়েছেন, যারা এ ব্যাংকে আমানত রেখেছেন, তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ। বাংলাদেশ ব্যাংক তাদের আমানতের নিশ্চয়তা দিচ্ছে।

রোববার (৪ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মেজবাউল হক বলেন, ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানতের পূর্ণ নিশ্চয়তা রয়েছে। তবে, সেখানে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা তার তদন্ত চলছে। তদন্তের পরই আমরা বলতে পারবো।

 

তিনি বলেন, রমজানে মাসে নিত্যপণ্যের সঙ্কট হতে পারে, এটা মাথায় রেখে এখন থেকে ভোগ্যপণ্য আমদানিতে এলসি খুলতে ব্যাংকগুলো ব্যবসায়ীদের পূর্ণ সহায়তা দেবে। তিনি জানান, প্রয়োজনে এ বিষয়ে কোনো নীতি-সহায়তা দরকার হলে তাও করবে কেন্দ্রীয় ব্যাংক। এ সময় ব্যাংকে আমানত নিয়ে গুজবে কান না দেওয়ারও প