শেফায়েত হোসেন-বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
বিজিসি ট্রাস্ট ইউভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত “Responsible Journalism and Mass Media in Chattogram” শীর্ষক সেমিনার ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি মিলনায়তনে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর এএফএম আওরঙ্গজেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন বিজিসি ট্রাস্ট ইউভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এবিএম আবু নোমান। কী-নোট স্পীকার হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক ও দৈনিক আজাদির সহযোগী সম্পাদক জনাব রাশেদ রউফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ইয়াসির সিলমি।
অত্র বিভাগের প্রভাষক নুসরাত ফাতিমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য উপাচার্য প্রফেসর আওরঙ্গজেব বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজ ও রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়িত্ববোধ অনেক। তাই সাংবাদিকতার ছাত্রছাত্রীদের সঠিক দায়িত্ববোধ পালনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সেবার করার মানসিকতা অর্জন করতে হবে। তার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়নের দিকে বিশেষ নজর দিতে হবে।
কী-নোট স্পীকার শিশু সাহিত্যিক ও দৈনিক আজাদির সহযোগী সম্পাদক রাশেদ রউফ বলেন, একজন প্রকৃত সাংবাদিক হিসাবে নিজেকে তৈরি করতে হলে আপনাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। মনে রাখতে হবে যে, সংবাদটি তৈরি করেছেন তা কতটুকু বস্তুনিষ্ঠ এবং প্রকৃত সংবাদ। কারণ এর উপর ভিত্তি করে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা নির্ভর করবে। এ বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা আগামী দিনে গণমাধ্যমের একজন দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে কাজ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।