টাকা কড়ি আছে যত
সবি যার যার মতো
ভিক্ষা তোমায় দিবে নাতো
অর্তনাতে বলো যতো
প্রভাবশালী তোমায় দেখে
গেটে দিবে থালা
তোমার মতো তুমি করে
যত ডাকো সারাবেলা
তবু কেনো ভিক্ষা করো
অর্তনাতে চিৎকার করো
তোমার ডাকে কর্নপাতে
কেবা দিবে সাড়া
ভিক্ষার চেয়ে কাজ করো
এতেই হবে ভালো
নিজের মতো নিজেই করে
অন্ন জোগাড় করো,
