মো: সাদিক আজিজ,
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়ান স্টার স্বীকৃতি অর্জন লাভ করে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার তরুণদের নিয়ে গঠিত সেভেন স্টার ফুটবল একাডেমি।
গত ০১ তারিখ ঢাকা মতিঝিল বাফুফে ভবনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের একাডেমি অ্যাক্রিডিটেশন স্কিমের অধীনে যারা একটি (১) স্টার একাডেমির মর্যাদা অর্জন করেছে, সে সকল একাডেমিদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, একাডেমির দিকনির্দেশনা একটি বাস্তব নির্দেশন হিসাবে এই স্বীকৃতি সকল ক্রীড়াপ্রেমীদের জন্য আনন্দের।

সারা দেশের ৪৭ টি একাডেমি কে বাফুফে উক্ত ১ স্টার স্বীকৃতি প্রদান করেন। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুফের স্বীকৃতি বাফুফের উন্নয়নের প্রধান অগ্রাধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সাতকানিয়া সেভেন স্টার ফুটবল একাডেমির সভাপতি মাইনু উদ্দীন হাসান বলেন: এই অর্জন আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল, এই অর্জন আমাদের সামনে আর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমরা একটি স্থায়ী দীর্ঘমেয়াদী একাডেমি করার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের বয়সভিত্তিক ব্যাচ চালু করার জন্য কাজ করছি।
ঢাকাস্থ উক্ত অনুষ্ঠানে সেভেন স্টার একাডেমির প্রতিনিধিত্ব করেন, সভাপতি মাইনুদ্দিন হাসান, রুহুল আমিন, মোহাম্মদ সাহিল, মোহাম্মদ আবদুল।
রুহুল আমিন বলেন, ধন্যবাদ জানাই আমাদের সেভেন স্টার একাডেমির সকল শুভাকাঙ্ক্ষী, কোচ, সদস্য, খেলোয়াড় ও দর্শকবৃন্দদের। যাদের অনুপ্রেরণায় আমরা আজ এতটুকু আসতে পেরেছি। আপনাদের অনুপ্রেরণা, সাপোর্ট আমাদের সামনের পথ পাড়ি দিতে সহজ হবে। সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।