এবিএম শাইখুল ইসলাম- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
ইউএসটিসিতে বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি বিভাগের আয়োজিত বিবিটেক তানবির স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছে বিবিটেক হারিকেন’স। বুধবার দুপুর ১২টায় ইউএসটিসি ক্যাম্পাসের নিজস্ব মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে ০১ রানে বিবিটেক চ্যাম্পিয়ন’স দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিবিটেক হারিকেন’স।
ইউএসটিসির খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ১০ ওভারে ৬৩ রান সংগ্রহ করে বিবিটেক হারিকেন’স দল। ৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৬২ রান করতে সক্ষম হয় বিবিটেক চ্যাম্পিয়ন’স। ব্যাট হাতে ১৪ রান এবং বল হাতে ২ উইকেট শিকার করায় ফাইনাল ম্যাচে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হয়েছেন হাসানুল আলম সৈকত
।
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার নির্বাচিত হন খালেদ সাইফুল্লাহ রিদোয়ান ও তানভির মাহমুদ তানিম। আর ‘ম্যান অব দ্যা টুর্নামেন্ট’ হয়েছেন মোহাম্মদ জুয়েল।
টুর্নামেন্টে মোট ০৬ টি দল অংশগ্রহণ করেন। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিবিটেক বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো এ বছর এ আসরের আয়োজন করা হয়।