এবিএম শাইখুল ইসলাম-ক্যাম্পাস প্রতিনিধি,
প্রতি বছরের ন্যায় এবারও বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি বিভাগের বর্ণাঢ্য আয়োজনে ইউএসটিসিতে বিবিটেক তানভির স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’২২ইং উদ্বোধন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। তারপর টুর্নামেন্ট উপলক্ষে বিবিটেক বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে নজরকাড়া ফ্ল্যাশ মুভ প্রদর্শিত হয়।
রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে বিবিটেক চ্যাম্পিয়ন’স বনাম বিবিটেক থান্ডারবোল্ট’স মধ্যকার উদ্বোধনী ম্যাচের মাধ্যমে এ উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিবিটেক বিভাগের শিক্ষার্থী উত্তম কুমার দত্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার। আরো উপস্থিত ছিলেন, বিবিটেক বিভাগের শিক্ষক শাহ সামিউর রশিদ,কামিরুল হাসান,মনিরুল ইসলাম,ফাহমিদা বিনতে ওয়ালীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিবিটেক বিভাগের মোট ০৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো যথাক্রমে- বিবিটেক স্কাই ফিদার্স, বিবিটেক চ্যাম্পিয়নস, বিবিটেক স্নাইপ কিং, বিবিটেক ওয়ারিয়র্স, বিবিটেক হারিক্যানস, বিবিটেক থান্ডারবোল্টস। প্রতিদিন মোট চারটা করে ম্যাচ অনুষ্ঠিত হবে।