মো: সাদিক আজিজ,
পশ্চিম মাঝের পাড়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা,ভারুয়াখালী কক্সবাজার সদর। অভিভাবক সমাবেশ ও ধর্মীয় পুস্তক শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এইচ এম আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ফয়সাল।
মুহাম্মদ ফয়সাল বলেন: অবিভাবক’দের উদ্দেশ্য ইসলামিক ম্যানার্সের গুরুত্ব ও পড়াশোনা থেকে ঝড়ে পড়া শিশুদের শিক্ষার মানউন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং অতীতের ন্যায় আগামীতেও ঝড়ে পড়া ছাত্রদের পড়ালেখা চালিয়ে নিতে যাবতীয় শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা সহ মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের আসবাবপত্র প্রদানের প্রতিশ্রুতি দেন।
বক্তব্য রাখেন: সমাজ সেবক জনাব মুহাম্মদ সানাউল্লাহ, তিনি শিক্ষার্থী, অভিভাবক দের প্রতি মাদ্রাসা শিক্ষা, সুস্থ সাংস্কৃতি নিয়ে দুনিয়া ও আখেরাতে মহান আল্লাহর গুনগান নিয়ে আলোচনা করেন পাশাপাশি শিক্ষকদের প্রতি উত্তম পাঠদানের নছিহত দেন।
আরো বক্তব্য রাখেন ভারুয়াখালী ব্লাড ডোনার’স সোসাইটি এডমিন ইসতিয়াক উদ্দিন। তিনি বলেন: অতীতে আমরা শিক্ষার মান উন্নয়ন লক্ষ্যে শিক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন প্রোগ্রাম করে আসতেছি সামনেও ধারাবাহিক ভাবে চলমান থাকবে মর্মে প্রতিশ্রুতি প্রধান করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রবাসী তানজুর আলম, আবু সুফিয়ান রাজু, কার্যকরী সদস্য ভারুয়াখালী ব্লাড ডোনার’স সোসাইটি সহ অনান্য নেতৃবৃন্দ।
পরিশেষে শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক মুমিন মুসলমান’দের জন্য কল্যাণ কামনায় উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ নুর মোহাম্মদ সাহেবের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।