এবিএম শাইখুল ইসলাম,
ইউএসটিসিতে ইংরেজী বিভাগের (Dell Sports Club) আয়োজিত ফুটবল টুর্নামেন্ট’২২ইং ডেল টাইগার্সকে টাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ জোন।
গতকাল ইউএসটিসি’র মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাউথ জোনের খেলোয়াড় আলভি এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাউথ জোনের আব্দুল নবি। পুরো টুর্নামেন্ট জুড়ে তার পা থেকে আসে ৫ গোল এবং ১টি এসিস্ট। টুর্নামেন্টে ইংরেজী বিভাগের মোট আটটা দল অংশগ্রহণ করে। বাকি ছয়টি টিম হচ্ছে যথাক্রমে, ডেল স্টাইকার্স, দ্যা সিক্রেট সেভেন, ডেল রিভেল’স, ডেল বিস্ট’স, সিক্সার্স ইউনাইটেড, চ্যাম্পিয়ন অব সেভেন সিস।