হুসাইনি সফরের হয়নি তো শেষ
সেই পথে হেঁটে যাই আজও দিনরাত
জিহাদের চেতনা রবে অনিঃশেষ
হৃদয়ের ক্যানভাসে লেখা শাহাদাত।।
কখনও এ পথে সাওরের রাত
কখনোবা বদরের বিজয়ের দিন
উহুদের মাঠে আঁকা হামজার খুন
কারবালা হৃদয়ে রবে অমলিন
কখনও বুকে চাপা পাথরের ভার
তার নিচে বেলালের আহাদ আহাদ।।
কারবালা হয়ে সেই লহুর নদী
বয়ে আসে আমাদের সবুজ দেশে
হৃদয়ে বুনে দেয় প্রেরণার বীজ
কাফেলা পথ চলে হুসাইনি বেশে
মনজিল যদিও দূর বহুদূর
তবুও না থামার নিয়েছি বাইয়াত।।
পহেলা মহররম
১৪৪৪ হিজরি।।