চলে যাচ্ছেন বর্ষা খালা
বৃষ্টি আপাও আসছে না,
বাদল চাচার বজ্র কন্ঠে
তুফান বদ্দাও হাসছে না।
বিদ্যুৎ সাহেব অনুপস্থিত
সূর্যি মামার খরতপ্ত গরমে
আকাশ ভাইয়ের মৃদু হাসি
যেন মুখ লোকাচ্ছে শরমে।
এমন সময় থৈ থৈ জলে
বিল ডুবায় পাহাড়ি ঢলে।
আষাঢ় কেন অসার হল
ষড়ঋতু কি পাল্টে গেল?
১৪ আষাঢ় ১৪২৬ বাং
০১/০৭/১৯ইং