অবৈধ সম্পর্কে জড়িয়ে গেলে
চরিত্র নষ্ট আগে।
যেনায় লিপ্ত বান্দার প্রতি
আল্লাহ থাকেন রেগে।
যেনায় লিপ্ত নারী পুরুষ
অভিশপ্ত ঘরে বাইরে।
সমাজ কিংবা মানব সেবায়
আসেনা কারো উপকারে।
লোক দেখানো ভালো কাজে
যতোই থাকুক মারহাবা।
সব কিছু তার পন্ডশ্রম
না করলে সে তাওবা।